১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

বাপ্পির ‘না পাওয়া ভালোবাসা

বিনোদন ডেস্ক:

নেট দুনিয়ায় এখন প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত। সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোলাগা, মন্দলাগা, সফলতা, ব্যর্থতার কথা তুলে ধরেন অনেকেই। এ থেকে বাদ পরেননি শোবিজ তারকারাও। তারাও তাদের মনের ভাবগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। এমনই একজন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। গত ২৫ জানুয়ারি তিনি তার ফেসবুকে ‘না পাওয়া ভালোবাসা …’ শিরোনামের একটি গল্প লিখেন। লেখাটি এখন পর্যন্ত ২০২২ জন পাঠক শেয়ার করেছেন।

রাইজিংবিডি পাঠকদের জন্য বাপ্পির লেখাটি হুবহু তুলে ধরা হলো- ‘প্রথম থেকেই মেয়েটিকে ভালো লেগে যায় ছেলেটির। তাই শুরু থেকেই মেয়েটিকে নিয়ে তার ভালোবাসার আর ভালোলাগার অন্যরকম এক অনুভূতি কাজ করতো। মাঝে মাঝে চিন্তা করতো বিষয়টি মেয়েটিকে বলবে। কিন্তু বলা হয়নি। নানা কারণেই বলা হয়নি। এছাড়া প্রায়ই জিজ্ঞেস করতে মন চাইতো মেয়েটির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা। না থাকলে নিজের মনের কথাটা বলবে। নিজের ভালোবাসার কথাটি বোঝাবে। কিন্তু জিজ্ঞেস করা হয়নি। তাই বলাও হয়নি মনের কথা। তাই একদিন ভেবে বসে মেয়েটিকে তার পছন্দের কথাটি বলবে না। ভালোবাসি বলবে না। কারণ তাকে আগে চিনবে, জানবে, তারপর বলবে। তখন মেয়েটির সঙ্গে কি ইস্যু নিয়ে মেসেঞ্জারে কথা বলবে তা খুঁজে বেড়ায়। একদিন মেসেঞ্জারে নক দেয়া হয় মেয়েটির। যখন ছেলেটি একটি হ্যালো বলেই চুপ হয়ে যেত। মেয়েটি তাকে জিজ্ঞেস করতো, কি হয়েছে বলো। কিন্তু ছেলেটি বলতে পারত না। ছেলেটি যখন ঠিক করেই ফেললো যে ফাইনালি তাকে কিছু একটা বলবে, তখন তার মাথায় কাজ করলো, ছেলেটির ফ্যামিলির সঙ্গে মেয়েটির ফ্যামিলির খুব ভালো সম্পর্ক আছে, যেটা ছেলেটি কখনোই নষ্ট করতে চায় না। ছেলেটি অনেক ভেবে চিন্তে ঠিক করলো যে, সে কখনোই মেয়েটিকে তার ভালোবাসার কথা বলবে না। কিন্তু ছেলেটি মেয়েটিকে মন থেকে ছাড়তে পারেনি। সে মেয়েটিকে সবসময় ফুল স্টপ দিয়ে নক করে মেসেঞ্জারে টপ এ রাখতো। মেয়েটি সব সময় জিজ্ঞেস করতো, কিন্তু ছেলেটি বলতো ‘কিছু না’। তখন মেয়েটি অনেক রেগে যেত- ‘তুমি কেন নক দাও।’ এক সময় মেয়েটি রেগে বলেই ফেললো, ‘আর কথা বলার দরকার নেই।’ তারপর ছেলেটি ঠিক করলো মেয়েটির প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে রাখবে যাতে তাকে ফলো করতে পারে। ছেলেটি ভাবতো মেয়েটিকে দূর থেকে দেখেই শান্তি পাবে।’

বাপ্পির লেখা এ গল্পটি পাঠকদের হৃদয় ছুয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। চিত্রনায়ক বাপ্পি চৌধুরী বর্তমানে ‘নায়ক’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১০:২৬ পূর্বাহ্ণ