২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৫০

সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল পাকিস্তান

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি-টোয়েন্টিতেও হেরেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতার পাশাপাশি নিউজিল্যান্ন্ডের বিপক্ষে টানা ১৩ হারের বৃত্ত ভাঙ্গে তারা। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। আর এই জয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে সরফরাজ আহমেদের দল।
মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান করেছিল পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ন্ড। লক্ষ্য তাড়ায় ৩২ রানে কেন উইলিয়ামসনের (৯) উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে মার্টিন গাপটিল ও আনারু কিচেনের ৫২ রানের জুটি স্বাগতিকদের আশা দেখাচ্ছিল। কিন্তু ৩ রানের মধ্যে এই দুজনের বিদায়ের ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি তারা। ৪৩ বলে ৪ ছক্কা ও ২ চার সর্বোচ্চ ৫৯ রান করেন গাপটিল। রস টেলরের ২৫, মিচেল স্যান্টনারের ২৪ রান কেবল পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে।
পাকিস্তানের পাঁচ বোলারের সবাই উইকেট পেয়েছেন। ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শাদাব খান। সিরিজসেরা হওয়া মোহাম্মদ আমির, রুম্মান রইস, আমির ইয়ামিন ও ফাহিম আশরাফ পেয়েছেন একটি করে উইকেট। এর আগে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার ফখর জামান। ৩৬ বলে ৫ চার ও এক ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন ফখর। এ ছাড়া অধিনায়ক সরফরাজের ২৯, উমর আমিনের ২১ ও হ্যারিস সোহেলের অপরাজিত ২০ রানে ১৮১ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান। নিউজিল্যান্ডের ইশ সোধি ও স্যান্টনার নেন ২টি করে উইকেট।
১২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল পাকিস্তান। ১২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল নিউজিল্যান্ড। ২-১-এ সিরিজ জিতে পাকিস্তানের পয়েন্ট বেড়ে হয়েছে ১২৬, আর নিউজিল্যান্ডের কমে দাঁড়িয়েছে ১২৩। ১২১ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, ১১৯ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১১৫ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ পঞ্চম স্থানে আছে।

প্রকাশ :জানুয়ারি ২৯, ২০১৮ ১০:৪০ পূর্বাহ্ণ