১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

আগের চেয়ে এখন অনেক সুস্থ রয়েছেন শাকিব খান

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরেই নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছেন ঢালিউডের নায়ক শাকিব খান। গেল বছর বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তিও ছিলেন। আবারও অসুস্থ হলেন তিনি। গেল ২২ জানুয়ারি অস্ট্রেলিয়া পাড়ি দেন নতুন ছবির শুটিংয়ের জন্য। তখনই তিনি জানিয়েছিলেন, খানিকটা অসুস্থতায় ভুগছেন।

কিন্তু আজ শনিবার (২৭ জানুয়ারি) জানা গেল অস্ট্রেলিয়ায় গিয়ে শারীরিক অসুস্থতা বেড়েছে তার। শাকিবের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, অবস্থা গুরুতর দেখে তাকে অস্ট্রেলিয়ায় সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাকিব। আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন ‘নবাব’ খ্যাত এই অভিনেতা।

এদিকে শাকিব খানের সঙ্গে থাকা অভিনেতা টাইগার রবিও বললেন, হাসপাতালে ভর্তি হননি শাকিব। তিনি অস্ট্রেলিয়া থেকে জানান, ‘শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়েছেন। তার পরামর্শ নিয়ে হোটেলে ফিরেও আসেন। এখন শাকিব খান সুস্থ আছেন। আগামীকাল (রোববার) আমাদের শুটিং শুরু হবে।’

‘সুপার হিরো’ ছবির জন্য গত শাকিব খান অস্ট্রেলিয়ায় যান। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন চিত্রনায়িকা বুবলী, অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ৯:৪১ অপরাহ্ণ