২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৪১

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওজনিয়াকি

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব থেকে মাত্র এক কদম দূরে ক্যারোলিন ওজনিয়াকি। বৃহস্পতিবার অবাছাই এলিস মার্টেন্সকে স্ট্রে সেটে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছান দানিশ টেনিস সুন্দরী। বুলগেরিয়ান খেলোয়াড়কে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ হারিয়ে খেতাবের লড়াইয়ে শীর্ষ বাছাই সিমোনা হালেপের বিরুদ্ধে কোর্টে নামবেন বিশ্বের দু’নম্বর ওজনিয়াকি। প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে যথেষ্ট ঘাম ঝরাতে হয় দানিশ নারীকে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে ম্যাচ জিতে নেন ওজনিয়াকি।

প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছে ওজনিয়াকি বলেন, এটা আমার কাছে অনেক কিছু। দারুণ লড়াই হয়েছে। তবে শুরুতে যথেষ্ট নার্ভাস ছিলাম। পা কাঁপছিল। কিন্তু নার্ভ ঠিক রেখে ম্যাচটা জিতে নিই। ২০১৪ পর কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছলেন ওজনিয়াকি। এর আগে দু’বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে ছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর নারী তারকা। কিন্তু ২০০৯ ও ২০১৪ ইউএস ওপেন ফাইনালে উঠলেও গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পাননি ওজনিয়াকি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ