১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

রাজশাহীতে ১৭ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ১৭টি মামলার আসামি জহির উদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মহানগরীর শিরোইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জহির উদ্দিন মহানগরীর শিরোইল এলাকার মৃত রমজান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, জহির উদ্দিন একজন চিহ্নিত প্রতারক। বেশ কয়েকজনের টাকা আত্মসাৎ করেছেন তিনি। তার বিরুদ্ধে থানায় মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

জহির উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বিচারাধীন অন্য ৬টি মামলার। কারাভোগ এড়াতে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। বৃহস্পতিবার এলাকায় ফিরলে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৪:০৭ অপরাহ্ণ