১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ফাইনালে ভালো খেলার প্রত্যাশা মাশরাফির

স্পোর্টস ডেস্ক:

টানা তিন ম্যাচে বড় জয় পেলেও আজ লজ্জাজনভাবে হেরে গেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে দশ উইকেটে হেরেছে মাশরাফি বিন মুর্তজার দল। ফাইনাল ম্যাচের আগে এমন হার কি দলে কোনও প্রভাব ফেলবে? টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা আশা করছেন, এই ম্যাচের পারফরম্যান্স খারাপ হলেও ছেলেরা সামনের ম্যাচে ভালো খেলবে।

আজ ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘তামিম ও সাকিব নিয়মিত রান করছে। মুশফিকও ভালো করছে। আশা করছি, অন্যরাও ভালো ইনিংসের মাধ্যমে রানে ফিরবে। তারা কঠোর পরিশ্রম করছে। সুতরাং, আমরা অভিযোগ তুলতে পারি না। আশা করছি, ছেলেরা ফাইনালে ভালো করবে। সব ব্যাটসম্যানই বলেছে ব্যাট করার জন্য উইকেট দারুণ। সম্ভবত আমরা এটি কাজে লাগাতে পারিনি। আমাদের জন্য আজকের দিনটি খারাপ ছিল। আশা করছি, ফাইনালে এর প্রভাব পড়বে না।’

আজ টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা ১১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয়। আগামী ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৫, ২০১৮ ৪:০৫ অপরাহ্ণ