১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

এফডিসিতে আসছেন শাবানা

দৈনিক দেশজনতা ডেস্ক:

২০০০ সালের পর রূপালি জগতে আর দেখা যায়নি শাবানাকে। সপরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এ নায়িকা। ব্যক্তিগত কাজে দু-একবার দেশে এলেও চলচ্চিত্র শিল্পের সঙ্গে কোনো যোগাযোগই নেই। এবার জননন্দিত তারকা হাজির হচ্ছেন এফডিসিতে।

২৫ মে বাংলাদেশ পরিচালক সমিতির উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে। ওই অনুষ্ঠানে হাজির হবেন সিনেমাটির অন্যতম তারকা শাবানা।

খবরটি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।  তিনি আরো জানান, সোমবার ঢাকায় পা রেখেছেন শাবানা। তিনি মাসখানেক দেশে থাকবেন।

এদিকে সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-তে ফেরদৌসী রহমানের সাথে যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা। ধারণা করা হচ্ছে. পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির থাকবেন তিনি।

দৈনিক দেশজনতা/এমএইচ

 

প্রকাশ :মে ২৩, ২০১৭ ২:২২ অপরাহ্ণ