১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

অগ্রণী ব্যাংকের সকালের পরীক্ষা বাতিল

দৈনিক দেশজনতা ডেস্ক:

শুক্রবার অনুষ্ঠিত রাষ্ট্রয়ত্ত  অগ্রণী ব্যাংকের জ্যেষ্ঠ নিয়োগের প্রাথমিক বাছাইয়ের (প্রিলিমিনারী) সকালের শিফটের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একই অভিযোগে বিকেলের শিফটের পরীক্ষা বাতিল করা হয়েছিল। মঙ্গলবার পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কতৃপক্ষ এখন সকাল ও বিকেলের দুটো পরীক্ষা একসঙ্গে নেয়ার চিন্তা-ভাবনা করছে। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠনিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এরআগে ১৯ মে শুক্রবার সকালে ও বিকেলে অগ্রণী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। সকালের পরীক্ষা শেষে এই নিয়োগের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তুলেন শিক্ষাথীরা। শিক্ষাথিদের অভিযোগের ভিত্তিতে বিকেলের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এরপরই সকালের পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছিলেন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বীরা।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২৩, ২০১৭ ২:১৮ অপরাহ্ণ