২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৪৯

বাঞ্ছারামপুরে স্বরসতী পূজার প্রতিমার উপর হামলা আহত ১

 বাঞ্ছারামপুর প্রতিনিধি:
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটির দাসপাড়ার একটি পূজা মন্ডবে হামলা করে গতরাত ৯ টা সময়ে একদল হামলাকারি পূজা মন্ডবে এসে ডেকসেট বাজানোকে কেন্দ্র করে হামলা চালা এক পর্যায়ে প্রতিমার ভাংচুর করা হয় । এনিয়ে শুরু হয় এলাকাতে বিশাল হইচই, অস্থিরতা। রাত বারটা সময়ে এক অভিযানে ২ জনকে আটক করেন বাঞ্ছারামপুর থানা পুলিশ। আটককৃতরা হল মো.শরিফ ( ২৫) পিতা বাক্কি মিয়া,মো. উজ্জল (২৩) পিতা ফিরোজ মিয়া। সজিব বলেন প্রতিমা হামলার সময় বাধা দিলে আমার মাথায় আঘাত নিয়েও প্রতিমাকে রক্ষা করতে পারলাম না। আহত সজিব (২৬)দাস পিতা স্বপন দাস তার মাথায় একটি গুরুতর আঘাত লাগলে তাকে তার নিকটস্থ ক্লিনিকে নিয়ে ৬ টি সেলাই দেয়াসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। জানাযায় যে, এলাকা বাসি এই ঘটনার নিন্দা জানান ও হামলা কারির সঠিক বিচার দাবি করেন। বাঞ্ছারামপুর মডেল থানার অসি মো. নিজাম উদ্দিন বলেন আমি তাদের কে আইনের আওতায় আনব। তারা আমার চোখে ফাকি দিতে পারবেনা। চেয়ারম্যান মো. সেলিম বলেন আমি এঘটনার নিন্দা জানাই এটা তাদের ধর্মিয় উৎসব এখানে হামলা করার কি আছে এটা তারা অনেক খারাপ কাজ করেছে। হামলা কারিরা যেই হোক তাদেরকে দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হবে। তবে কোন নিরপরাধ লোকর যেন সাজা না হয়।এলাকাতে এখন থমথমে বিরাজ করছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৯:১৮ অপরাহ্ণ