লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে মঙ্গলবার রাতে র্যাব অভিযান চালিয়ে প্রায় ৫শ পিছ ইয়াবা সহ একজন কে আটক করেছে। এঘটনায় লালপুর থানায় মামলা হয়েছে।
লালপুর থানা ও র্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফার নেতৃত্বে ২৩ জানুয়ারী রাত ১০ দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ী গরুর হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব ৪শ ৯২ পিছ ইয়াবা সহ রিন্টু প্রামানিক (২৩) নামের একজনকে আটক করে লালপুর থানায় সোপর্দ করেন। সে গোপালপুর পৌর এলাকার মহিষাখোলা মহল্লার আব্দুর রাজ্জাক প্রামানিকের ছেলে। এঘটনায় র্যাবের এস আই বিমল চন্দ্র রায় বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ২৪ জানুয়ারী বুধবার আটক রিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

