২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১০

সুন্দর ত্বকের জন্য মাস্ক

লাইফ স্টাইল ডেস্ক:

প্রাকৃতিক উপাদানের তৈরী ফেইস মাস্ক ত্বকের কোনো রকম ক্ষতি ছাড়াই সুন্দর ও স্বাস্থ্যোজ্জল রাখতে সাহায্য করে আর তা হল।

টক দই ও লেবুর রস

অকালে ত্বকে বয়সের ছাপ দূর করে টানটানভাব আনতে এবং সংবেদনশীল ত্বকের যত্নে এই ধরনের মাস্ক উপযোগী। পুষ্টি সমৃদ্ধ এই মাস্কে থাকবে দস্তা, ক্যালসিয়াম, ভিটামিন বি এবং প্রোবায়োটিক উপাদান যা ত্বক ভালো রাখাতে সাহায্য করে।

পদ্ধতি: আধা কাপ পুর্ণ চর্বিযুক্ত টক দইয়ের সঙ্গে তাজা লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন। এটা সম্পূর্ণ মুখ ও গলায় লাগিয়ে সাত থেকে আট মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

টমেটো ও বাটারমিল্ক/ঘোল

রোদপোড়া ভাব দূর করার জন্য একটি ভালো মাস্ক।

পদ্ধতি: দুটি টমেটোর চামড়া ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর এক চা-চামচ ননিতোলা দুধ যোগ করুন।

একটি তুলা এই মিশ্রণে ডুবিয়ে রাখুন। তারপর সেটা দিয়ে পুরো মুখ ও গলায় লাগিয়ে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। হালকা ভাবে চেপে চেপে মুছে নিন।

স্ট্রবেরি ও মধু

ধুলাবালি ও রোদপোড়াভাব দূর করার জন্য এই মাস্ক বেশ কার্যকর।

পদ্ধতি: পাঁচ ছয়টি তাজা স্ট্রবেরি ও এক চা-চামচ মধু নিন। ঘন মিশ্রণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন।

মিশ্রণটি সারা মুখ ও গলায় লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৩:২২ অপরাহ্ণ