২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৭

চোটের কাছে নাদালের হার

স্পোর্টস ডেস্ক:

চলমান অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালেই শেষ হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালের পথচলা। তবে মারিন চিলিসের বিপক্ষে ফলাফল অন্যরকমও হতে পারতো, কেননা পাঁচ সেটের শেষ সেটে চোটের কাছে হার মেনে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি।

স্প্যানিশ নাদালের বিদায়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনাল নিশ্চিত করেছেন পুরুষদের ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার চিলিস। শেষ চারে ২৯ বছর বয়সী চিলিস লড়বেন ব্রিটেনের কাইল এডমুন্ডের সঙ্গে।মেলবোর্ন পার্কে নাদাল ও চিলিসের মধ্যে লড়াইটা অবশ্য দারুণ জমে উঠেছিল। কিন্তু ৩-৬, ৬-৩, ৬-৭, ৬-২, ২-০ গেমে ছিলেন এগিয়ে চিলিসই। আর শেষ সেটে ইনজুরি দেখা দিলে সরে দাঁড়ান ১৬টি গ্র্যান্ড জয়ী নাদাল।

গত বছর এই অস্ট্রেলিয়ান ওপেনেরই ফাইনাল খেলেছিলেন নাদাল। যেখানে প্রতিপক্ষ কিংবদন্তি রজার ফেদেরারের বিপক্ষে হারতে হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ৩:২৫ অপরাহ্ণ