২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫০

দেশের বাইরে কেমন সাড়া পেয়েছে গহীন বালুচর ?

বিনোদন ডেস্ক:

দেশে খুব একটা ব্যবসা করতে না পারলেও প্রশংসা পেয়েছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’। বিদেশেও মোটামুটি সাড়া পেয়েছে সিনেমাটি।

‘গহীন বালুচর’-এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন তানভীর, নীলা ও মুন। দেশের বাইরে মুক্তি পায় ১৯ জানুয়ারি।

সিনেমাটির বিশ্ব পরিবেশক হিসেবে আছে স্বপ্ন স্কোয়ারক্রো। প্রতিষ্ঠানটির পক্ষ জানানো হয়, ওপেনিং উইকেন্ডে (প্রথম ৩ দিনে) ‘গহীন বালুচর’ কাঁপিয়ে দিতে না পারলেও খারাপ সূচনা করেনি। আয় করেছে ১০ হাজার ২৫ কানাডিয়ান ডলার।

কানাডা ও যুক্তরাষ্ট্রের ৩টি করে হলে মুক্তি পেয়েছে ‘গহীন বালুচর’। আয় যথাক্রমে ৫ হাজার ১৫৭ ও ৪ হাজার ৮৬৮ কানাডিয়ান ডলার।

আরো জানানো হয়, প্রথম ৩ দিনের আয়ের হিসেবে ‘গহীন বালুচর’ এখন আন্তর্জাতিকভাবে ৪র্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি সিনেমা। এর আগে আছে ঢাকা অ্যাটাক, আয়নাবাজি ও হালদা।

আশা করা হচ্ছে, সামনের দিনগুলোতে সিনেমাটি আরো ভালো ব্যবসা করবে। ইতোমধ্যে দর্শকদের মুখে মুখে ‘গহীন বালুচর’-এর প্রশংসা ছড়িয়ে পড়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ১:০১ অপরাহ্ণ