১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৭

ঘরে ঘরে কর্মসংস্থান হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চট্টগ্রামের মানুষের অগ্রাধিকার থাকবে। ঘরে ঘরে কর্মসংস্থান হবে। ফলে চট্টগ্রামের চেহারাই পাল্টে যাবে। বুধবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বেপজা ইন্টারন্যাশানাল ইনভেস্টর সামিট প্রোগ্রাম-২০১৮-তে ভিডিও কনফাররেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাইয়ের বেপজার দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ১০০টি শিল্পাঞ্চলে সর্বোচ্চ সহযোগিতা করবে। থাকবে ব্যবসায়ীদের জন্য বিশেষ অর্থনৈতিক সুবিধা। দেশি-বিদেশি কেউ যদি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে চায় তাদের জন্যও থাকবে বিশেষ সুবিধা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে অল্প কিছু দিন সময় পেয়েছিলেন তখন থেকেই তিনি শিল্পোৎপাদনে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। আমরা তার ধারাবাহিকতা ধরে রেখেছি।

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কলকারখানা আপনাদের অন্ন যোগায় তার যেন কোনো ক্ষতি না হয়। বাইরের কারো উস্কানিতে কর্ণপাত না করে নিজ প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ করে যান। সমৃদ্ধি আসবেই। এ সময় চট্টগ্রাম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, জেলা প্রশাসক জিল্লুর রহমান, বন্দর চেয়ারম্যান কমোডর জুলফিকার আজিজসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মীরসরাইয়ের দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চলে বেপজা ১০৫০ একর জমির ওপর বিশেষ শিল্পাঞ্চল গড়ে তুলছে। এতে বিনিয়োগ হবে ৫৪০০ বিলিয়ন ডলার। আর এই শিল্পাঞ্চলে গড়ে উঠলে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ লাখ মানুষের।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৪, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ