১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

অস্ট্রেলিয়া গেলেন বুবলী

বিনোদন ডেস্ক:

‘সুপার হিরো’ ছবিতে অভিনয়ের জন্য অস্ট্রেলিয়া গেলেন বুবলী। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন হালের আলোচিত এই অভিনেত্রী। যাত্রার প্রাক্কালে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, ‘অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছি। শুটিংয়ের কি চাপ তা তো বুঝতেই পারছেন। রবিবার রাতে মাত্র ঢাকায় ফিরলাম। আর একদিন পরেই সুপার হিরোতে অভিনয়ের জন্য যাচ্ছি।’ আশিকুর রহমান পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। জানা গেছে, হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় ছবিটির ক্যামেরা আজ মঙ্গলবার থেকেই অন হতে পারে।

এদিকে, গত রবিবার কলকাতা থেকে ঢাকায় ফিরেন শাকিব খান ও বুবলী। এর আগে, থাইল্যান্ডে ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়্যা’ ছবির শুটিং সেরে কলকাতা পৌঁছান তারা। সেখানে তিনটি স্টেজ শো’তে পারফর্ম করেন এই জুটি।

উল্লেখ্য, শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে আরও রয়েছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ। থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ