১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

৪ দিনেই ১০০ কোটি ছাড়াবে ‘পদ্মাবত’

বিনোদন ডেস্ক:

অবশেষে সমস্ত বাধা সরিয়ে ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’। কলকাতায় মুক্তি পাচ্ছে তার একদিন আগেই। ২৪ জানুয়ারি সন্ধ্যে ৬টার পরই কলকাতার বিভিন্ন হলে দেখা যাবে ‘পদ্মাবত’। বলিউড ফিল্ম হিসাবে বৃহস্পতিবার এককভাবেই পর্দায় আসছে দীপিকা, শহিদ ও রণবীরের এই ফিল্ম। তবে অনেকেই মনে করছেন এত ঝামেলা, বাধা-বিঘ্নের পরও আখেরে লাভই হয়েছে ‘পদ্মাবত’-এর নির্মাতাদের। মঙ্গলবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

ইন্ডিয়া ডট কমের খবর অনুসারে বানিজ্য বিশ্লেষক (ট্রেড অ্যানালিস্ট) অক্ষয়া রাঠির কথায়, ‘পদ্মাবত নিয়ে সিনেমা প্রেমীদের অনেক প্রত্যাশা রয়েছে। অনেকেই সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছে। এই ফিল্মটিকে ভারতীয় ইতিহাস, বিশেষ করে রাজপুতদের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন হিসাবেই দেখা যেতে পারে। ইতিমধ্যেই সিনেমাটি দেখার জন্য অগ্রীম টিকিট বুকও হতে শুরু হয়েছে।’

রাঠির কথায়, ‘ইতিমধ্যেই শুক্রবার ২৬ জানুয়ারি থাকায় এবং মাঝে একটি রোববার পড়ায়, ওই দিনগুলোতেও টিকিট বুক হতে শুরু হয়েছে। তাই তার মতে ‘আগামী ৪ দিনেই ১০০ কোটি রুপির ব্যবসা ছাড়াবে।’ রাঠি আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে সিনেমা হলগুলোতে সমস্ত রকম নিরাপত্তার বন্দোবস্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের সব থেকে হিট বলিউড সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। প্রথম দিনেই এই সিনেমাটি ব্যবসা করেছিল ৩৪ কোটি রুপি। ১৯০ কোটি রুপির ‘পদ্মাবত’ কি সেই রেকর্ড ভাঙবে?

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২৩, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ