১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

অস্কারের দৌড়ে এবার প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক:

হলিউডে ইতিমধ্যেই নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। এবার অস্কারে দৌড়ে সামিল হতে চলেছেন এই অভিনেত্রী। তবে প্রিয়াঙ্কা অনুরাগীদের জানিয়ে রাখা ভাল এই অস্কার দৌড় কিন্তু রিল লাইফের জন্য নয়। ২০১৮‌ সালের অস্কারের দৌড়ে কারা থাকবেন তাদের নাম ঘোষণা করবেন প্রিয়াঙ্কা চোপড়া। ফিল্মি ভাষায় বলতে গেলে নমিনেশন ঘোষণা করবেন তিনি।

ইতিমধ্যে তার শ্যুটিংও সেরে ফেলেছেন তিনি। মঙ্গলবার অনুষ্ঠানিক ভাবে অস্কার মনোনয়নের সেই তালিকা ঘোষণা করা হবে। আর সেটি ঘোষণা করতে দেখা যাবে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ২:২৮ অপরাহ্ণ