২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৩

ডাক্তার দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চকবাজারে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে লোনা (১৪) নামের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ডা. সায়েম ও ডা. নীনা দম্পতির সন্তানের প্রস্রাব পরিষ্কার না করায় তাকে ব্যাপক মারধর করা হয়। জানা গেছে, চিকিৎসক দম্পতি চকবাজারের হোসেনী দালান রোডের ৬৩ নম্বর বাসার ভাড়াটিয়া। লোনা ওই বাসায় গত মাসে কাজ নেয়। শনিবারের ঘটনায় শুধু মারধর করেই ক্ষ্যান্ত হননি চিকিৎসক দম্পতি। লোনাকে বাথরুমে আটকে রেখেছিলেন তারা।

নির্যাতিত লোনার মা জায়েদা রোববার বলেন, ‘মেয়েকে গত মাসে চিকিৎসক স্যারের বাসায় কাজে দেয়। কিন্তু, শনিবার স্বামী-স্ত্রী মিলে আমার মেয়েকে বেধড়ক মারধর করে এবং বাথরুমে আটকে রেখেছিল। পরে দু’জন লোক আমার মেয়েকে উদ্ধার করে খবর দেয়।’

তিনি আরো বলেন, ‘এরা দু’জনই সরকারি ডাক্তার। শিক্ষিত মানুষ হয়ে আমার কিশোরী মেয়েকে এমন নির্যানত করলেন কিভাবে? আমি এর বিচার চাই।’ এ বিষয়ে ডা. সায়েম বলেন, ‘কাজের মেয়েকে কেন মেরেছি, সেটি তার পরিবারকে জানিয়েছি। তার মা-বাবা এসে মেয়েকে নিয়ে গেছে। আপনি তাদের কাছে বিস্তারিত শোনেন।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোথায় চাকরি করি, সেটা দিয়ে আপনি কি করবেন? আমরা দু’জনই সরকারি চাকরি করি, শুধু এটুকুই জেনে রাখেন।’ মেয়ের নিয়ে মা-বাবা রাজধানীর চকবাজার থানায় মামলা করতে যাচ্ছেন বলেও জানান লোনার মা জায়েদা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ২:৩৪ অপরাহ্ণ