১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৫

মা হচ্ছেন প্রীতি জিনতা!

 
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ২০১৬ সালে অনেকটা গোপনেই প্রেমিক জেনে গুডএনাফকে বিয়ে করেন এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। গুঞ্জন উঠেছে, প্রথম সন্ত্মানের মা হতে চলেছেন তিনি।
সম্প্রতি মুম্বাইয়ের সুবুরবানে ফটোসাংবাদিকদের ক্যামেরাবন্দি হন প্রীতি। এ সময় তার পরনে ছিল একটি ঢিলেঢালা প্রিন্টের পোশাক। হাতে হ্যান্ডব্যাগ, চোখে চশমা। তবে এ অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছে তার কালো ওড়না। ধারণা করা হচ্ছে, বেবি বাম্প ঢাকার জন্যই ওড়না ব্যবহার করছেন বীর জারা অভিনেত্রী।
২০১৬ সালের ২৯ ফেব্রম্নয়ারি জেনে গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। প্রথমে বিয়ের খবর গোপন করলেও পরবর্তীতে ভক্তদের সুসংবাদটি জানান তিনি। লস অ্যাঞ্জেলেসে গুডএনাফের সঙ্গে প্রথম দেখা হয় তার। এরপর পাঁচ বছর প্রেম করেন তারা। পরবর্তীতে গাঁটছড়া বাঁধেন এ জুটি।
দৈনিক দেশজনতা /এস সি
প্রকাশ :জানুয়ারি ২১, ২০১৮ ১:০৩ পূর্বাহ্ণ