বিনোদন ডেস্ক:
অবশেষে আরিফিন শুভ মুখ খুললেন। জানালেন, কলকাতার অরিন্দম শীল পরিচালিত সিনেমা ‘বালিঘর’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি। শনিবার সকাল ১১টায় হোটেল সোনারগাঁয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। শুভ বলেন, ‘অনেকদিন ধরেই সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে সবকিছু চূড়ান্ত হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবো।’
কয়েক বছর আগে অরিন্দিম শীলের ‘আবর্ত’ দিয়ে কলকাতার সিনেমায় পা রাখেন জয়া আহসান। সেই একই পথ ধরে হাঁটছেন শুভ। এ প্রসঙ্গে নায়ক বলেন, ‘বিষয়টি কাকতালীয়, আবার সম্মানের। এতটুকু বলতে পারি ওখানেও আমি দেশের সম্মান রাখার চেষ্টা করব।’
এ দিকে অরিন্দম শীল কলকাতা থেকে মোবাইলে বলেন, ‘আমাদের সিনেমার গল্প অনুযায়ী শুভকে নেওয়া। ওর বিপরীতে কে থাকছেন কিংবা অন্যান্য বিষয়াদি সংবাদ সম্মেলনের আগে বলতে চাই না।’ জানা গেছে, ‘বালিঘর’-এর শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

