১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

ফোনের মারাত্মক ক্ষতি করে যে ১০ অ্যাপ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

অ্যাপ ডাউনলোড করা মানেই গুগল প্লে। সকলেই ভাবেন সেখান থেকে অ্যাপ নামালে অনেকটাই সুরক্ষিত থাকে ফোন। কিন্তু সবকিছুই তো এত সহজ নয়। অনেকেই বলছেন, গুগল প্লে থেকে ডাউনলোড করলেও অনেক সময় ফোন সমস্যায় পড়তে পারে। যদি সেই অ্যাপেই সমস্যা থাকে। দেখে নিন, সেই ক্ষতিকর অ্যাপের তালিকা।

ফাইভ নাইটস সারভাইভাল ক্রাফ্ট :‌ গেম অ্যাপ। এই অ্যাপে হতে পারে মারাত্মক ক্ষতি।

ম্যাককুইন কার রেসিং গেম :‌ এটি একটি কার রেসিং গেম। এটি থেকেও হতে পারে মারাত্মক ক্ষতি।

অ্যাডঅন পিক্সিমেলন :‌ এটিও একটি থ্রিডি গেম। ফোনে না ডাউনলোড করাই ভালো।

কুল ক্রাফ্ট :‌ ফোনে যদি মেমোরি যথেষ্ট না থাকে, তাহলে হতে পারে ভয়ানক সমস্যা। এই গেম আনইনস্টল করলে অনেকটা স্থান হতে পারে ফোনে।

ড্র কাওয়াই:‌ এটিও একটি ফিচার গেম অ্যাপ। এটির মাধ্যমে ছোটখাটো আঁকার কাজ করা যায়। অ্যাপটি সময় কাটানোর জন্য ভালো, কিন্তু ফোনের জন্য খারাপ।

সাবওয়ে ব্যানানা রানওয়ে সার্ফার :‌ সাবওয়ে সার্ফারের মতোই একটি অ্যাপ এটি। এটিতেও রয়েছে সমস্যা।

ড্রয়িং লেসনস অ্যাংরি বার্ড :‌ এটি একটি ড্রয়িং অ্যাপ। ফোনের জন্য ক্ষতিকর।

গার্লস এক্সপ্লোরেশন (‌লাইট)‌ :‌ ২ডি গেমের অ্যাপ। এখনও পর্যন্ত গুগল প্লে থেকে ডাউনলোড হয়েছে ৫ লাখের মতো।

ইনভিজিবেল স্লিথার স্কিন :‌ এটি একটি গেমিং অ্যাপ। স্থানের সমস্যা তৈরি করে ফোনে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০১৮ ৪:৪৯ অপরাহ্ণ