বিনোদন ডেস্ক:
প্রায় বছর দুয়েক আগে ফোর্বস ম্যাগাজিনে স্বনামধন্য বিনোদন বিশ্লেষক রব কেইন এক প্রতিবেদনে লিখেছিলেন, “এখন পর্যন্ত শাহরুখ খানই বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র তারকা”। তাঁর এমন মন্তব্যের পেছনে যথেষ্ট কারণও উপস্থাপন করা হয়েছিলো। এবার, ২০১৮ সালে এসে তিনি ম্যাগাজিনটিতে তাঁর নতুন প্রতিবেদনে তুলে ধরেছেন কিং খানের বর্তমান অবস্থা।
এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্লেষক-চলচ্চিত্র প্রযোজকের মতে, বলিউড বাদশাহ চলতি বছরেই তাঁর রাজত্ব হারিয়ে ‘সাবেক’ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মোকাবেলা করছেন। সেই রাজত্ব চলে যেতে পারে হয় আমির খান নতুবা সালমান খানের হাতে।
শাহরুখের ক্যারিয়ার নিয়ে রব কেইনের প্রশ্ন, “তাঁর ক্যারিয়ার কি অন্ধকারের দিকে চলে যাচ্ছে? বিশ্বের বক্স অফিস কিং হিসেবে কি সালমান খান শাহরুখকে ছাড়িয়ে যাচ্ছেন? না কী ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন?”
এই বিশ্লেষকের মন্তব্য, শাহরুখের সত্যিকারের বিশ্বব্যাপী ব্লক বাস্টার ছিলো ‘চেন্নাই এক্সপ্রেস’। সেটিও আবার ঘটেছিলো পাঁচ বছর আগে। এরপর উল্লেখ করার মতো আর কিছুই দিতে পারেননি তিনি। তাঁর সর্বশেষ ‘জব হ্যারি মেট সেজাল’ ছিলো সুপার ফ্লপ।
‘জিরো’-র মাধ্যমে আবারো হিরোর তকমা ফিরে পাওয়ার চেষ্টা করছেন শাহরুখ, তবে তা দেখার জন্যে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। কিন্তু, তত দিনে গণেশ উল্টে যেতে পারে বলে এই বিশ্লেষকের আশঙ্কা। কেননা, বিশ্বব্যাপী সর্বকালের সেরা আয়ের বলিউড চলচ্চিত্রের তালিকায় দ্বিতীয় অবস্থান থেকে ‘চেন্নাই এক্সপ্রেস’ এখন নবম অবস্থানে চলে এসেছে। যে কোন সময় তা ছিটকে যেতে পারে সেরা দশের তালিকা থেকে। কিং খানের কোন ছবি যদি সেরা দশে না থাকে তাহলে তাঁকে হয়তো ‘সাবেক রাজা’ হিসেবেই অভিহিত করবেন দর্শকরা।
রব কেইনের মতে, শাহরুখের এই ‘হারানো রাজ্যে’ নতুন রাজা হয়ে আসতে পারেন অপর দুই খান- সালমান অথবা আমির। কেননা, সালমানের ‘সুলতান’ গেলো বছরে বেশ ভালো সাফল্য দেখিয়েছে। বিশ্বব্যাপী সর্বকালের সেরা আয়ের বলিউড চলচ্চিত্রের তালিকায় এর অবস্থান এখন ছয়ের ঘরে। তালিকায় আটের ঘরে রয়েছে তাঁর সদ্য মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি।
প্রতিবেদনটিতে বিশ্লেষক রব ইতিবাচক মন্তব্য করেছেন আমির খানকে নিয়ে। ‘দঙ্গল’-খ্যাত এই অভিনেতার ধীর গতিতে এগিয়ে যাওয়ার কৌশলটিকে সমর্থন করছেন তিনি। কেননা, এরই মাধ্যমে ধীরে ধীরে ভারত ও এর বাইরের দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে তুলছেন এই অভিনেতা।
বলিউডে রাজত্ব দখলের প্রতিযোগিতায় আরো দুজনের নাম উল্লেখ করা হয়েছে রবের লেখায়। তাঁরা হলেন অক্ষয় কুমার ও অজয় দেবগন। তবে প্রতিভার এই লড়াইয়ে শাহরুখের আসনে বসে কে হবেন বলিউড বাদশাহ তা সময়ই বলে দিবে।
দৈনিক দেশজনতা/এন এইচ