১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে দেশ-বিদেশের মুসুল্লিদের ঢল এখন টঙ্গীমুখী। প্রতিবারের ন্যায় এবারো লাখো মুসুল্লীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ইজতেমা ময়দানে হামদর্দের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।

হামদর্দ ল্যাবরেটরীজ বাংলাদেশের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম ইউছুফ হারুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জামাল উদ্দিন ভুইয়া রাসেল, হামদর্দ ফাউন্ডেশনের লে: কর্নেল মাহবুবুল আলম চৌধুরী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ