১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা

বরিশাল প্রতিনিধি:

বরিশালে স্মরণকালের সর্বনিম্ন তাপমাত্রা চলছে। বৃহস্পতিবার ৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এর আগে অন্যান্য বছর বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের সীমা নেই। ঘন কুয়াশার কারণে ভোর রাত থেকে যানবাহন চলাচলে ব্যাহত হয়েছে। তবে সকাল ৯টার পর সূর্য উঠলে কুয়াশা কমতে থাকে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি এবং এর আগের দিন ৯ জানুয়ারি বরিশালে তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরো ২/১ দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৪:৪১ অপরাহ্ণ