১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

সা’দকে দিল্লি না পাঠালে পরিস্থিতি খারাপ হবে: হেফাজত

নিজস্ব প্রতিবেদক:

ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন না পুলিশের পক্ষ থেকে এমন ঘোষণার পরও পরিস্থিতির বদল হয়নি। আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে তাঁকে বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে ফেরত পাঠানোর দাবি উঠেছে। নইলে পরিস্থিতি খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা বিভাগের যুগ্ম সম্পাদক ফজলুল হক কাশেমী আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বলেন, ‘তাঁকে (মাওলানা সাদ) সরালে দেশ শান্ত হবে। গাড়িঘোড়া চলবে। নইলে সব বন্ধ হবে।’
ফজলুল হক কাশেমীর বক্তব্য, দেশকে অশান্ত করার চেষ্টা চলছে। তাঁকে (মাওলানা সাদ) না আনতে বলা হয়েছিল। তিনি নিজেকে তাবলিগের আমির বলে ঘোষণা করেছেন, যা অনেকেই মানেন না। তিনি অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। এর আগে সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৪:৪৫ অপরাহ্ণ