১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

সিডনিতে ‘গহীন বালুচর’

বিনোদন ডেস্ক:

২৯ ডিসেম্বর দেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পায় বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’। বর্তমানে তিনটি হলে প্রদর্শিত হচ্ছে। আশা করা হচ্ছে, পরবর্তী শুক্রবার থেকে আরো বেশি হলে চলবে সিনেমাটি। এরই মাঝে জানা গেল, অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শিত হতে যাচ্ছে ‘গহীন বালুচর’। স্থানীয় রিডিং সিনেমাসে ১০ ও ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ‘গহীন বালুচর’-এর প্রদর্শনী হবে। অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে http://deshievents.com.au ওয়েবসাইটে অথবা ০৪২২৬৯১৩১৩ নম্বরে। ইতোমধ্যে টিকিটের অনেকটাই বুকিং হয়ে গেছে।

সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘গহীন বালুচর’। গ্রামীণ জীবনকে ধারণ করে এগিয়েছে কাহিনী। মুক্তির প্রথম দিন থেকেই সব শ্রেণির দর্শকদের প্রশংসা পাচ্ছে ছবিটি। ‘গহীন বালুচর’-এর প্রযোজনা করছে সাতকাহন ও ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল।

ছবিটির প্রধান তিন চরিত্রে আছেন তানভীর, নীলা ও মুন। আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন, রুনা খান প্রমুখ।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৪:১৫ অপরাহ্ণ