১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে বুধবার ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আনুমানিক ৬০ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই এসএম রাকিবুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকায় বুধবার ভোরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হন।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ট্রেনের ধাক্কায় তার ডান হাত ভেঙে গেছে। তার পরনে ফুলহাতা ক্রিম রংয়ের জ্যাকেট, খয়েরি পাঞ্জাবি ও সাদা-সবুজ চেক লুঙ্গি রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৪:২০ অপরাহ্ণ