স্বাস্থ্য ডেস্ক:
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে ১১৯তম দিনে ১০২৫ জন রোহিঙ্গা নর-নারী ও শিশুকে চিকিৎসা সেবা দিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। মঙ্গলবার ড্যাবের কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। ফ্রি ফিল্ড হাসপাতালে প্রতিদিনের ন্যায় চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে ঔষুধ, খাবার স্যালাইন, ওয়াটার পিউরিফাই ট্যাবলেট, জীবানুনাশক সাবান, হাই প্রোটিন বিস্কুট, শিশু খাদ্য এবং গর্ভবতী মায়েদের জন্য উচ্চ প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণের পাশাপাশি সঠিক রোগ নির্ণয়ের জন্য রক্ত-মল-মূত্র পরীক্ষা এবং এন্টিনেটাল চেকআপ, গর্ভবর্তী মায়েদের হেল্থ কার্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিএনপি’র তত্ত্বাবধানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রোহিঙ্গা ত্রাণ কমিটির আহবায়ক মির্জা আব্বাস এর সার্বিক সমন্বয়ে এই কার্যক্রম পরিচালনা করছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব কেন্দ্রীয় কমিটি। এ জেড এম জাহিদ হোসেন এর তত্ত্বাবধানে ডা. আব্দুল কাদের সজীব, ডা. মেহেদী হাসান, ডা. তারেক মো. শাহজাহান, ডা. হাবিব আল মুসাহিদ, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. সিফাত, ডা. ফায়জুন নাহারসহ ০৯ জন চিকিৎসক এবং সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন, সঞ্জয় বালা ও বাপ্পী এই ৪ জন চিকিৎসা সহকারী রোহিঙ্গা শরণার্থীদেরকে চিকিৎসা সেবা প্রদানে অংশগ্রহণ করেন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

