১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮

গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়েকে আটক করেছে পু‌লিশ । মঙ্গলবার রাত সা‌ড়ে আটটায় উপ‌জেলার বিজয়নগ‌র এলাকার বান্দুড়িয়া গ্রামের ইমরা‌নের বাড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হ‌লেন, ইমরা‌ন আলী ছবির মে‌য়ে ও রাজশাহী মহানগ‌রের রায় পাড়া এলাকার লাল্টুর স্ত্রী লিপি খাতুন ( ২৮ ) এবং তার মা ফা‌তেমা বেগম ( ৫৫ )।
এ বিষ‌য়ে প্রেমতলী পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ পু‌লিশ প‌রির্দশক আব্দুল ল‌তিফ বলেন, আটককৃত‌দের বিরু‌দ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দা‌য়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ