স্পোর্টস ডেস্ক:
কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭২ রানে হেরেছে সফরকারী ভারত। মূলত ব্যাটিং ব্যর্থতাই ছিলো এ হারের পেছনে অন্যতম কারণ। দলীয় ব্যাটিংয়ের এ ভরাডুবিতে শামিল হয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজেও। দলের পরাজয়ের পর এবার টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও এক ঘর পিছিয়ে পড়লেন ২৯ বছর বয়সী এ ক্রিকেটার। মঙ্গলবার প্রকাশিত আইসিসি’র টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৮৮০ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির অবস্থান এখন ৩ নম্বরে। এর আগে ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এছাড়া, ভারতের আরেক ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারারও র্যাঙ্কিংয়ের পতন ঘটেছে। চতুর্থ স্থান থেকে ১ ঘর নেমে তার অবস্থান এখন ৮৪৮ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।
কোহলির পতনের মাঝে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রেখেছেন দুর্দান্ত এক অ্যাশেজ শেষ করা স্টিভেন স্মিথ। ৯ পয়েন্ট বেড়ে এক নম্বরে থাকা অজি অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৯৪৭। আর অ্যাশেজের ব্যর্থতার পরও কোহলিকে ৩ নম্বরে নামিয়ে ৮৮১ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন ইংশিল অধিনায়ক জো রুট। ৮৫৫ পয়েন্ট নিয়ে চুতর্থ অবস্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়ার ৩১ বছর বয়সী সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৮২৭)। পাকিস্তানের আজহার আলি আছেন সপ্তম স্থানে। তার পয়েন্ট ৭৭৫। এছাড়া অষ্টম, নবম ও দশম অবস্থানে আছেন যথাক্রমে দিনেশ চান্ডিমাল (৭৪৩), অ্যালিস্টার কুক (৭৪২) ও হাশিম আমলা (৭৪০)।
দৈনিকদেশজনতা/ আই সি