১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

দৌলতপুরে মাদক মামলার আসামির লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কাবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার সরিষাক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাবুল হোসেন পাকুড়িয়া দহপাড়া গ্রামের মৃত আজিতুল্লাহ মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে এলাকাবাসী লাশ সরিষা ক্ষেতের পাশের পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার (ওসি) শাহ দারা খান নতুন কাগজকে এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাবুল হোসেন নামের এক মাদক পাচারকারীর লাশ মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত কাবুল হোসেনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ২:০৫ অপরাহ্ণ