স্পোর্টস ডেস্ক:
চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দীর্ঘ সময়। ১৪ মাস মাঠের বাইরে থাকার পর প্রথম টেস্ট খেলতে নামেন কেপ টাউনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটিতে। কিন্তু ফিরেই চোট ডেল স্টেইনের। পায়ের গোড়ালিতে পাওয়া সেই চোটে ছিটকে যেতে হলো সিরিজ থেকে। তবে এবার আর দীর্ঘ সময় নয়। ছয় সপ্তাতের মধ্যে নিজের পুনর্বাসন শুরুর করার আশা দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের। এমনকি আসছে অস্ট্রোলিয়ার বিপক্ষে সিরিজে ফেরার মনস্থির করেছেন তিনি।
নিজেদের ঘরে প্রথম টেস্টে ভারতকে ৭২ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ২ উইকেটে নেন তিনি। কিন্তু চোটে পড়ে আর দ্বিতীয় ইনিংসে বলই করা হয়নি তার। প্রোটিয়া এই বোলার নিজের ইনজুরি নিয়ে বলছেন, ‘আমাকে এখন ক্রাচে ভার দিয়ে হাঁটতে হচ্ছে। কারণ আমি পায়ে ভর দিতে পারছি না। ‘
তবে নিজেই আবার বলে দিচ্ছেন কবে নাগাদ ফিরতে পারবেন। মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিজির দক্ষিণ আফ্রিকার। স্টেইন সেই সিরিজে ফেরার লক্ষ্য স্থির করেছেন, ‘হ্যা, এমনটাই পরিকল্পনা। পরবর্তি দুই সপ্তাহ পায়ের উপর কোন চাপ দেব না। পায়ে ভর দিয়ে দাঁড়াবো না। এরপর আমি দঁড়ানো শুরু করবো। চার সপ্তাহ পর দৌঁড়ানো শুরু করবো। এরপর ছয় সপ্তাহ পর প্র্যাকটিস শুরু করবো। ‘ দেখার বিষয় স্টেইনের সবকিছু এরকম রুটিন মেনে হয় কিনা।
দৈনিকদেশজনতা/ আই সি