১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

‘জিরো’ দিয়েই আবার আনুশকার শুরু

বিনোদন ডেস্ক:

শুটিং ফ্লোরে গিয়ে রুমের দরজা খুলে ঢুকতেই এমনটা দেখবেন, আশা করেননি আনুশকা। তাই বেশ অবাক হয়ে নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই অভিজ্ঞতা। চার দিক ফুলে ভরা। তার মাঝে বিরাট এবং তার নানা মুহূর্তের ছবি সাজিয়ে রাখা। আসলে, এই পুরো প্ল্যানটাই শাহরুখ খান ও তার টিমের। নববধূকে শুটিং সেটে এমন সারপ্রাইজ দেয়ার জন্য আগে থেকে পরিকল্পনা করে রাখা হয়েছিল।
আয়নার সামনে মেপ-আপ নিতে বসে হাসিতে ফেটে পড়ছেন আনুশকা। নায়িকা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘‘… জিরোয় ফিরলাম। ফিল্ম এবং সহকর্মীদের কাছে ফিরে দারুণ লাগছে’’। স্বপ্নের বিয়ে-জমকালো রিসেপশন এবং হানিমুন পর্ব সেরে বিরাট কোহালির সঙ্গে ঝটিকা সফরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাতেও। যদিও প্রথম টেস্টের একটা দিনই গ্যালারিতে হাজির ছিলেন আনুশকা। ফিরেই যোগ দিয়েছেন তার আগামী ছবি আনন্দ এল রাই-এর ‘জিরো’ ছবির শুটিংয়ে। ছবিতে শাহরুখ-ক্যাটরিনাও রয়েছেন।
দৈনকদেশজনতা/ আই সি
প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ