১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

শীতে বাড়ছে শিশুদের শ্বাসকষ্টজনিত রোগ

স্বাস্থ্য ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। সঙ্গে যোগ দিয়েছে হিমেল হাওয়া। সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রিতে নেমে এসেছিল। মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বেড়ে সর্বনিম্ন ৪ ডিগ্রির উপরে উঠেছে।

এদিকে রাজধানীতে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকলেও বাতাসের গতিও ছিল বেশি। মঙ্গলবার ঢাকায় বাতাসের গতি ১১ কিলোমিটার এবং তাপমাত্রা ১০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।  কয়েক দিনের ঠাণ্ডা হাওয়ায় শিশুসহ বৃদ্ধরা আক্রান্ত হয়েছেন শীতজনিত নানান রোগে। হাসপাতালগুলোতে এখন শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি।

সোমবার সকালে ঢাকা শিশু হাসপাতালে দেখা যায়, শ্বাসকষ্ট নিয়ে বেশকিছু শিশু ভর্তি হয়েছে। বেশিরভাগই এক বছরের নিচে। হাসপাতালে এক শিশুর অবস্থার অবনতি হলে তাকে নেবুলাইজার দেয়া হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৪:৫৮ অপরাহ্ণ