স্পোর্টস ডেস্ক:
২০১৬ সাল থেকেই বাংলাদশের হোমসিরিজের সব সিরিজের টাইটেল স্পন্সর হচ্ছে ডাচ-বাংলা ব্যাংক। সে ধারায় আসন্ন ত্রিদেশীয় সিরিজেও থাকছে তারা। আগের মতোই জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে প্রতিষ্ঠানটির মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’। তাই এ সিরিজের নামকরণ করা হয়েছে ‘রকেট ট্রাইনেশন ওডিআই সিরিজ-২০১৮’।
২০১৬ সালে দুই বছরের জন্য সব হোম সিরিজের টাইটেল ও গ্রাউন্ড স্পন্সরশিপ স্বত্ব কিনে নেয় ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। চুক্তির আওতায় সিরিজের নামকরণ, স্টাম্প, সাইট স্ক্রিন, বাউন্ডারি, গ্যালারি, ট্রফি, বিভিন্ন পুরস্কার, টিম বাস ও প্রবেশপথসহ মাঠের অনেক কিছুরই স্বত্ব ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের। এরপর তাদের কাছ থেকে সেই স্বত্ব কিনে নেয় ডাচ-বাংলা ব্যাংক। এ চুক্তি রয়েছে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে রকেটের স্পন্সরশিপের ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম শিরিন ও গ্রাউন্ড স্পন্সরশিপ স্বত্বাধিকারী ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের পক্ষে ফরিদুর রেজা সাগর। ২০১৬ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজের মাধ্যমে স্পন্সরশিপে ফেরে ডাচ-বাংলা ব্যাংক এরপর ইংল্যান্ড সিরিজেও ছিল তারা। গত বছরের ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেও টাইটেল স্পন্সরশিপে দেখা যায় তাদের।
উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ। ২৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর জিম্বাবুয়ে দেশে ফিরে গেলেও থাকছে শ্রীলঙ্কা। কারণ এরপর তাদের বিপক্ষে দুটি করে টি-টুয়েন্টি ও টেস্ট খেলবে বাংলাদেশ।
দৈনিকদেশজনতা/ আই সি