১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৩

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ স্কোয়াডে বড় ধরণের চমক

স্পোর্টস ডেস্ক:

চলতি মাসেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশের। সে ধারা বজায় রাখতে কঠোর পরিশ্রম করছেন তারা। হেড কোচ না থাকায় ক্যাম্পিংয়ে আছেন একাধিক কোচ। এখন দল নির্বাচনের পালা। দলে জায়গা হতে পারে কাদের এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আজ দল ঘোষণার কথা রয়েছে বিসিবির।

কারা থাকতে পারেন সম্ভাব্য সে দলে? ধারণা করা হচ্ছে, এবার দলে রাখা হতে পারে সর্বশেষ ২০১৫ সালে বিশ্বকাপ খেলা এনামুল হককে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছেন এই ব্যাটসম্যান। গত বছর ৬৩.৩৫ গড়ে ১০৭৭ রান করেছেন তিনি। ঢাকা ডিভিশনের বিপক্ষে করেছেন ডাবল সেঞ্চুরি করেছেন। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে ১৬ ইনিংসে করেছেন ৫৯৬ রান। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) করেছেন ২০৬ রান। তার স্ট্রাইক রেট ছিল ১২৮.৭৫।

এছাড়া দলে থাকতে পারেন হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা সফরে পায়ে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। দলে জায়গা পেতে পারেন নাসির হোসেনও। তবে বাদ পড়তে পারেন টপ-অর্ডারের দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদ।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, এনামুল হক, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাজমুল ইমলাম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ২:২৪ অপরাহ্ণ