১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৭
Chennai: An Air India flight taking off from runway after the air port was suspended from operations last week, following waterlogging caused by heavy rainfall in Chennai on Sunday. PTI Photo by R Senthil Kumar(PTI12_6_2015_000172B)

৯ দিন বন্ধ থাকবে ভারতের আকাশপথ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে দিল্লির আকাশপথ। এজন্য প্রতিদিন প্রায় এক হাজার বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ন’দিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। ওই সময় ভারতের রাজধানীর আকাশে প্রজাতন্ত্র দিবসের মহড়া চালাবে বিমানবাহিনী।

বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ভারতের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে ঘণ্টায় গড়ে ৬৭টি বিমান ওঠানামা করে। সেই হিসাবে প্রতি দিন ওই নির্দিষ্ট সময়ে ১০০টি করে বিমান বাতিল হতে পারে। যার মধ্যে অন্তত ৪০টি আর্ন্তজাতিক বিমান। কর্তৃপক্ষ জানিয়েছেন, নয়দিন ওই সময়ের আওতায় পড়া আন্তর্জাতিক বিমানগুলিকে নির্ধারিত সময়ের আগে পরে ওঠা-নামার ব্যবস্থা করা হবে।

আর অন্তর্দেশীয় বিমান সংস্থাগুলিকে নতুন সময়সূচি তৈরির জন্য নির্দেশ দেওয়া হবে। এখন আশঙ্কা, বহু উড়ান বাতিল হওয়ায় বিমান সংস্থাগুলির উপর চাপ বাড়বে। চাহিদা বাড়বে টিকিটের। সেই সুযোগে চড়া দামে টিকিট বেচে মুনাফা লাভ করতে চাইবে বিমান সংস্থাগুলি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ২:৪৯ অপরাহ্ণ