১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫৬

শেখ হাসিনা আইয়ুব-ইয়াহিয়ার পথেই হাঁটছেন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইয়ুব খান ও ইয়াহিয়ার পথেই হাঁটছেন শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের শত্রুপক্ষ। এই সেই আওয়ামী লীগ যারা বাকশালের খাঁচায় বন্দি ছিল।রোববার দুপু‌রে জাতীয় প্রেসক্লাব হল রু‌মে এক প্র‌তিবাদ সভায় বিশেষ অতিা‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। এগ্রি কাল‌চা‌রিস্টস এসো ‌সি‌য়েশন অব বাংলা‌দেশ (এ্যাব) নামক এক‌টি সংগঠন এ প্র‌তিবাদ সভার আ‌য়োজন ক‌রে।

রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তাদের নবজন্ম দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সভাপতি হতে পেরেছেন। অথচ তাদের মধ্যে বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা বোধ নেই।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্রের লেশমাত্র নেই বলেই পাবনাসহ সারা দেশে হামলা মামলা চলছে। একটা দেশ এভাবে চলতে পারে না। খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার দেশ পাকিস্তানের মত করে চালাচ্ছে। এর জবাব আগামী নির্বাচনে দেশের জনগণ ভোটের মাধ্যমে দেবে।

আ‌য়োজক সংগঠ‌নের আহ্বায়ক কৃ‌ষি‌বিদ আনো য়ারুন নবী মজুমদার বাবলার সভাপ‌তি‌ত্বে বক্ত‌ব্যে দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা এ জেড এম জা‌হিদ হো‌সেন, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, ‌শে‌রে বাংলা কৃ‌ষি‌ বিশ্ব‌বিদ্যালয় সাদা দ‌লের সভাপ‌তি কৃ‌ষি‌বিদ র‌ফিকুল ইসলাম প্রমুখ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৭, ২০১৮ ৩:১৫ অপরাহ্ণ