স্পোর্টস ডেস্ক:
তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও বর্তমানে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। এমনই গুঞ্জন ছড়িয়েছে মিডিয়ায়। তবে, এর সত্যতা এখনও পাওয়া যায়নি। শনিবার পাকিস্তানের একটি স্থানীয় পত্রিকা এই খবর প্রকাশ করেছে। খবর বেরিয়েছে, গত ১ জানুয়ারি লাহোরে নিজ ধর্মীয় গুরুকে বিয়ে করেন ইমরান খান। পিটিআই কোর কমিটির সদস্য মুফতি সাঈদ এই বিয়ে পড়িয়েছেন। তবে, কাকে বিয়ে করেছেন তার নামও জানা যায়নি। গত কয়েক বছর ধরে এই নারীর সঙ্গে ইমরান খানের যোগাযোগ ছিল বলে জানা গেছে।
২০১৫ সালের ৮ জানুয়ারি টিভি উপস্থাপিকা রেহম খানের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইমরান খান। বিয়ে পড়িয়েছিলেন মুফতি সাঈদ। কিন্তু এই বিয়ে বেশিদিন টিকেনি। একই বছরের অক্টোবরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছিল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

