আন্তর্জাতিক ডেস্ক:
চীনের পূর্ব উপকূলে একটি জাহাজের সঙ্গে ট্যাংকারের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ ৩২ জন নিখোঁজ হয়েছে। বাকি ৩০ জন ইরানের নাগরিক।শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার রাত ৮টার দিকে ইয়াংটজ নদীর মোহনা থেকে ১৬০ সামদ্রিক মাইল দূরে পানামার একটি তেলবাহী জাহাজের সঙ্গে হংকংয়ের একটি মালবাহী বাল্কের ওই সংঘর্ষ হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ৩২ জন তেলের ট্যাংকারের যাত্রী ছিল। আর মালবাহী জাহাজে থাকা ২১ চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে।
খবরে বলা হয়েছে, চীনের নৌ কর্তৃপক্ষ উদ্ধার অভিযানের জন্য আটটি জাহাজ পাঠিয়েছে। এ ছাড়া চীনা উদ্ধারকারীদের সহযোগিতা করতে কোরিয়া একটি জাহাজ পাঠিয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ