২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০৪

সুন্দরী প্রতিযোগিতার বিচারক শুভ, তাহসান ও মৌ

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘চ্যানেল আই সুপারস্টার ২০১৮’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন জনপ্রিয় নায়ক আরিফিন শুভ, গায়ক-অভিনেতা, অভিনেত্রী সাদিয়া আফরিন মৌ। বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এতদিন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও এবার নামটা একটু বদলে দেয়া হয়েছে। এবার এ অনুষ্ঠানের নাম থাকবে ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’। এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে উপস্থিত হয়ে সাগর বলেন, ‘এ প্রতিযোগিতায় শুধু সুন্দর মুখ নয়, যে মেয়েটির প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢতা, পরিশ্রম ও প্রত্যয় সকলকে স্পর্শ করবে এমন একটি মেয়েকে বিচারকরা খুঁজে বের করবেন।’ এবারের অনুষ্ঠানের থিম হচ্ছে ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’। এবারই প্রথম আরিফিন শুভ কোনো রিয়েলিটি শোর বিচারকের আসনে বসতে যাচ্ছেন। শুভ বলেন, ‘এ আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য ইউনিলিভার, এশিয়াটিক ও চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। লাক্স তারকাদের সঙ্গে পর্দায় কাজ হয়েছে আমার। এবার এমনই একটি জনপ্রিয় প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছি। তাই অভিজ্ঞতা সত্যিই ভিন্ন রকম।’

অনুষ্ঠানে প্রতিযোগিতার ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের স্কিন ক্লিনজিং ক্যাটাগরির হেড নাদিয়া তাবাসসুম। এ বছরের আসরে লাক্স সুপারস্টার ক্রাউন জয়ীর জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও ৫ লাখ টাকা। পাশাপাশি ক্রাউনজয়ী বাংলাদেশে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনে পারফর্ম করবেন। শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনগুলোতে কাভার গার্ল হওয়ার সুযোগের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সও পাবেন নতুন সুপারস্টার। এছাড়া চ্যানেল আইর পক্ষ থেকে থাকছে ইমপ্রেস টেলিফিল্ম নির্মিত চলচ্চিত্রে প্রধান চরিত্রে এবং চ্যানেল আইর বিশেষ নাটকে অভিনয়ের সুযোগ।

প্রথম রানার আপের জন্য থাকছে ৪ লাখ টাকার নগদ অর্থ এবং দ্বিতীয় রানার আপের ৩ লাখ টাকার নগদ অর্থের পাশাপাশি ইউনিলিভারের ব্র্যান্ড কমিউনিকেশনসে পারফর্ম করা ও শীর্ষস্থানীয় বিউটি ম্যাগাজিনগুলোর কাভার গার্ল  হওয়ার সুযোগের পাশাপাশি বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন একাডেমিতে গ্রুমিং কোর্সের সুযোগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাক্স তারকা শানু, বাঁধন, মিমসহ অনেকে।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৩, ২০১৮ ৫:৩৩ অপরাহ্ণ