নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম মিঠুন চাকমা। তিনি সদর উপজেলায় ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য।হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
সদর থানার ওসি জানান, স্লুইচ গেইট এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে তাকে গুলি করা হয়। স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক বিজন চাকমা সাংবাদিকদের বলেন, সকালে তাকে তার অপর্ণা চৌধুরীপাড়ার বাসা থেকে অপহরণ করে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তবে কে বা করা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
দৈনিক দেশজনতা /এন আর