বিনোদন ডেস্ক:
সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবির দায়িত্ব ছিল তাঁর কাঁধে। আর তিনি যে তাতে স্টার মার্কস নিয়ে উতরে দিয়েছেন তার প্রমাণ দিচ্ছে বক্স অফিস। তিনি দেব। ছবির নাম গেস করতে পারলে কোনও প্রাইজ নেই। কারণ ‘আমাজন অভিযান’ নামটা এখন দর্শকদের বড় অংশই জানেন।
কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এসভিএফ প্রযোজিত এই ছবি মুক্তি পেয়েছে গত ২২ ডিসেম্বর। ২৫ কোটি টাকার এই ছবি প্রথম সপ্তাহে ৫.৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে জাবি প্রযোজক সংস্থার। তাঁরা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর অর্থাত্ ক্রিসমাসের দিন ছবির ব্যবসা ছিল এক কোটি টাকা। যেটি রেকর্ড বলেই মনে করছেন টলি মহলের একটা বড় অংশ।
এসভিএফ-এর সহ-প্রতিষ্ঠাতা তথা অধিকর্তা মহেন্দ্র সোনির কথায়, “অডিয়েন্সের সাপোর্ট পেয়ে খুব ভাল লাগছে। আর সাফল্যটা আরও এনজয় করছি, কারণ এই একই দিনে সলমন খানের টাইগার জিন্দা হ্যায় রিলিজ করেছিল। নিউ ইয়ারের সপ্তাহ পর্যন্ত এই ক্রেজ চলবে বলেই মনে হয়।”
সূত্র : আনন্দবাজার পত্রিকা
দৈনিক দেশজনতা /এন আর