২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫২

চট্টগ্রামে ১০টি গ্রেনেডসহ জেএমবি আটক ২

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্টসহ নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় বালুর মাঠের সামনে ১২৬ নম্বর বাড়ির পাঁচতলায় এই আভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। ।

অভিযান চলাকালীন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির এবং অতিরিক্ত উপ-কমিশনার (সিটিটিসি) পলাশ কান্তি নাথের যৌথ নেতৃত্বে এই অভিযান চলে। এ সময় ১০টি গ্রেনেড ও দু’টি সুইসাইডাল ভেস্ট জব্দ করেছে পুলিশ।

আটককৃত দুজন নব্য জেএমবির সদস্য বলে জানা গেছে। এরা হলেন ময়মনসিংহের আশফাকুর রহমান (২১) ও কুমিল্লার মুরাদনগরের রাকিবুল হাসান (১৯)। সোমবার রাত পৌনে ১২টায় চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার মাদারবাড়িতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আশফাকুর ও রাকিবুল দুই মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন। অভিযানে নগরীর একটি ছকও উদ্ধার করা হয়েছে। এই ছকে হামলার লক্ষ্য হিসেবে সদরঘাট থানাকে চিহ্নিত করা রয়েছে। জঙ্গিবাদের উত্থানের পর থেকেই থানা ও আদালত ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সব সময়ই জঙ্গি হামলার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে আক্রান্ত হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ২, ২০১৮ ৯:৩৫ পূর্বাহ্ণ