১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

স্মিথের সেঞ্চুরিতে অজিদের ড্র

স্পোর্টস ডেস্ক:

চতুর্থ দিনের অর্ধেক খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় মোটামুটি নিশ্চিত ছিল অ্যাশেজের চতুর্থ টেস্ট ড্র হচ্ছে। তারপরও ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেয়ার শেষ চেষ্টা করেছিল ইংল্যান্ড। তবে শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেছে অজি অধিনায়ক স্টিভেন স্মিথের সামনে। পাহাড় হয়ে দাঁড়িয়ে থেকে ক্যারিয়ারের দ্বিতীয় ধীরতম সেঞ্চুরি পূর্ণ করেছেন ২৫৯ বলে। এর আগে ৮৬ রানের এমনই এক ইনিংস খেলে গেছেন ডেভিড ওয়ার্নার। এতেই ড্র হয়েছে ম্যাচটি। অস্ট্রেলিয়া ৪ উইকেটে ২৬৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর দিনশেষ হওয়ার আগে দুই দলের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়েছে।

ধীরগতিতেই পঞ্চম দিনের খেলা শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান স্মিথ ও ওয়ার্নার। দুজনেই যেন পণ করে নেমেছিলেন ড্র নিশ্চিত করেই মাঠ ছাড়বেন। ওয়ার্নার তার ক্যারিয়ারের ধীরতম হাফসেঞ্চুরিটি তুলে নেন। এই ইনিংসে একবারই ধৈর্যচ্যুতি হয়েছিল তার। এর ফল হিসেবে উইকেট হারান। আউট হওয়ার আগে ২২৭ বলে ৮৬ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। প্রথম ইনিংসের পর এবারও সেঞ্চুরি করলে সর্বোচ্চ চার টেস্টে জোড়া শতরান করার রেকর্ড হতো তার।

ওয়ার্নার আউট হওয়ার মাত্র ৬ রানের মাথায় উইকেট হারান শন মার্শ। এরপর থেকে তারই কনিষ্ঠ ভাই মিচেল মার্শ দারুণভাবে সঙ্গ দিয়েছেন স্মিথকে। অজি অধিনায়ক তার ২৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ডন ব্র্যাডম্যান (৫৯ ইনিংস) ও সুনিল গাভাস্কারের (১০৯ ইনিংস) পর তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১০ ইনিংসে ২৩টি শতরান করেছেন তিনি। শেষপর্যন্ত ২৭৫ বলে ১০২ রানে অপরাজিত থাকেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারে ৬০০০ রান থেকে মাত্র ২৬ রান দূরে আছেন তিনি। তার সঙ্গী মিচেল মার্শ অপরাজিত থাকেন ১৬৬ বলে ২৯ রান করে। ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন, ক্রিস ব্রড, ক্রিস ওকস ও অধিনায়ক জো রুট ১টি করে উইকেট পেয়েছেন।

প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি থেকে, সিডনিতে।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৭ (১১৯ ওভার) (ওয়ার্নার ১০৩, স্মিথ ৭৬, মার্শ ৬১; অ্যান্ডারসন ৩/৬১, ব্রড ৪/৫১, ওকস ২/৭২)।

ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৯১ (১৪৪.১ ওভার) (কুক ২৪৪*, রুট ৬১, ব্রড ৫৬; হ্যাজলউড ৩/৯৫, লায়ন ৩/১০৯, কামিন্স ৪/১১৭)।

অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৬৩/৪ ডিক্লে. (১২৪.২ ওভার) (ব্যানক্রফট ২৭, ওয়ার্নার ৮৬, খাজা ১১, স্মিথ ১০২*, শন মার্শ ৪, মিচেল মার্শ ২৯*; অ্যান্ডারসন ১/৪৬, ব্রড ১/৪৪, ওকস ১/৬২, কুরান ০/৫৩, মঈন ০/৩২, মালান ০/২১, রুট ১/১)।

ফলাফল : অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ড্র।

ম্যাচসেরা : অ্যালিস্টার কুক।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ