১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

ফোরজি ফিচার ফোন আনছে নকিয়া

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

এইচএমডি গ্লোবালের মালিকানাধীন প্রতিষ্ঠান নকিয়া এবার ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ ফিচার ফোন আনছে। এই ফোনটির মডেল টিএ-১০৬০। ফোনটি তৈরি ও বাজারজাত করার জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের কাছ থেকে ছাড়পত্র পেয়েছে। একই সঙ্গে ফোনটি ব্লুটুথ এসআইজি সনদও পেয়েছে। তার মানে ফোনটি বাজারে আর কোনো বাঁধা রইলো না।

জিএসএম এরিনা ও ফোন এরিনার তথ্য মধ্যে নকিয়া ফোরজি নেটওয়ার্ক কানেকটিভিটি সমৃদ্ধ পাঁচটি ফোন বাজারে আনছে। এগুলোর মডেল টিএ-১০৪৭, টিএ-১০৬০, টিএ-১০৫৬, টিএ১০৭৯ এবং টিএ-১০৬৬।

সিঙ্গেল ও ডুয়েল সিম স্লট সমৃদ্ধ নকিয়ার নতুন এই ফোনগুলো, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ এশিয়ার বাজারে পাওয়া যাবে। ফিচার ফোনগুলো সিরিজ ৩০ প্লাস ফিচার ওস-এ চলবে। এফসিসি তালিকাভুক্ত নকিয়া ফোরজি ফিচার ফোন ১৩৩x ৬৮ মিলিমিটার পুরুত্বের। এসব ফোনে কোয়ার্টি কি-বোর্ড থাকছে।

২০১৮ সালে ফোনগুলো বাজারে আসবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ