১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার (১২ রবিউস সানি) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি গ্রহণ করেছে। খবর বাসসের বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। বাংলাদেশের আকাশে গত ১৯ ডিসেম্বর, ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়। এই হিসেব অনুযায়ী শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

আল্লাহমুখী জীবন গঠনই সৃষ্টির উদ্দেশ্য: পীর ছারছীনা
ছারছীনা শরীফের পীর মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেছেন, দুনিয়ার এ জীবন ক্ষণস্থায়ী। আর চিরস্থায়ী জীবন হচ্ছে পরকাল। দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ।

তিনি বলেন, ‘পরকালীন সুখ-শান্তির সম্বল সংগ্রহে মুসলমান তার জীবনকে আল্লাহ ও রাসূল (সাঃ) এর রংয়ে রঙ্গীন করবে। এজন্য প্রয়োজন আল্লাহ ওয়ালাদের ছোহবত। কারণ আল্লাহমুখী জীবন গঠনের পূর্ব শর্তই হলো নেক আমল ও ছোহবতে ছালেহীন’।

এজন্যই আল্লাহ রাব্বুল আলামীন অসংখ্য নেয়ামতরাজী দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নবী-রাসূলদের আগমনের পথ বন্ধ। আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবনা। কিন্তু ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে রয়েছেন হক্কানী আওলিয়ায়ে কেরাম। আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যেতে পারবো’।

জেলার শ্রীনগর উপজেলাধীন কামারখোলা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে আয়োজিত তিনদিনব্যাপী ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের প্রথম দিনের উদ্বোধনকালে পীর ছাহেব এসব কথা বলেন।

খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স উন্নয়ন কমিটির সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম. এম. এনামুল হকের সভাপতিত্বে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর ছারছীনার ওলামায়ে কেরামগণ নসীহত করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩০, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ