নিজস্ব প্রতিবেদক:
এমপিওভুক্তির দাবি মানা না হলে আগামীকাল রোববার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও কিন্তু স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা আগামীকাল (রোববার) সকাল নয়টা পর্যন্ত অপেক্ষা করব। দাবি মানা না হলে সকাল নয়টা থেকে আমরণ অনশন শুরু করা হবে।’ এদিকে, দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবে সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পঞ্চম দিনের মত চলছে। সেখানে জোড় হয়ে সহস্রাধিক শিক্ষক বিভিন্ন স্লোগান দিচ্ছেন। গত ২৬ ডিসেম্বর থেকে তারা সেখানে অবস্থান করছেন। ফেডারেশনের নেতারা জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) ৯৮ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।
বিভিন্ন স্তরে বর্তমানে দেশে ৭ হাজারের অধিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় আছে, যা এই স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশ। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১ লাখের অধিক কর্মকর্তা-কর্মচারী ২০ লাখের অধিক শিক্ষার্থীকে পাঠদানে নিয়োজিত। এ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে শিক্ষাদান করছেন। দেশের বিভিন্ন পর্যায়ে ২১ লাখ চাকরিজীবীর বেতন বেড়েছে। প্রতি গ্রেডে বেতন বেড়ে প্রায় দিগুণ হয়েছে। কিন্তু, তারা অবহেলায় পড়ে আছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ