আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আটক দুই প্রিন্সকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা সাবেক বাদশাহ আব্দুল্লাহর ছেলে। গত নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এক অভিযানে প্রিন্স ও ব্যবসায়ীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যে প্রিন্স মেশাল বিন আব্দুল্লাহ এবং প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ ছিলেন।
সৌদি আরবের এক কর্মকর্তা জানিয়েছেন, আর্থিক বিষয়টি সুরাহার পর তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাদের আরেক ভাই প্রিন্স তুর্কি বিন আব্দুল্লাহকে মুক্তি দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। খবর আল জাজিরা
দৈনিকদেশজনতা/ আই সি