১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

কোরআন শিক্ষার নতুন বই

কোরআনের সেট:

ড. মুহাম্মদ ফজলুর রহমান

কয়েকদিন আগে জানিয়েছিলাম, “কোরআনের শব্দকোষ” বইটির ২য় সংস্করণ প্রকাশিত হওয়ার পথে। আলহামদু লিল্লাহ বইটির পরিবর্ধিত ও পরিমার্জিত ২য় সংস্করণ প্রকাশিত হয়েছে। অর্থ বুঝে কোরআন পড়তে ইচ্ছুক একজন পাঠক এখন “সরল রীতির কোরআন শরীফ” দেখে তেলাওয়াত করতে পারবেন, সাথে সাথে অর্থ পড়তে পারবেন এবং ইচ্ছা করলে “কোরআনের শব্দকোষ” থেকে প্রতিটি শব্দের অর্থও বের করে মিলিয়ে নিতে পারবেন।

আমাদের সামনে কোরআন নাযিলের মাস রমযান। রোযাদারগণ রোযা রাখার সাথে সাথে কোরআন তেলাওয়াত করে ও তার অর্থ জেনে অনেক সওয়াব হাছিল করতে পারেন। প্রত্যেকে নিজের জন্য দুটি বইয়ের একটি সেট সংগ্রহ করতে পারেন এবং প্রিয়জনকে একটি সেট উপহার দিতে পারেন। কোরআন মানুষের জন্য আল্লাহর সেরা উপহার। তাই মানুষেরও উচিত কাউকে উপহার দেয়ার সময় এই সেরা উপহারের কথাই স্মরণ করা।

বই সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন: রিয়াদ প্রকাশনী, ৩৪ নর্থ ব্রুক হল রোড, বাংলাবাজার, ঢাকা; ফোন: 01914758103, 01916747898; অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসে বই পেতে যোগাযোগ করুন: rokomari.com/rp ফোন: 16297

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২০, ২০১৭ ৮:৪৪ অপরাহ্ণ